দিনের শেষে রাত আসে মাঝে সন্ধ্যা বেলা, জীবন তোমার সাঙ্গ
হবে ছেড়ে যাবে বেলা।

আত্মার কোন মৃত্যু নাই, সে আছে, থাকবে ধরিত্রীর মাঝে খুঁজে
নিতে হবে।

রাতের আকাশে তারার মেলা খুঁজে নিতে হবে তোমার প্রিয়জন
কে, তোমার বুকের
ভিতর খালি অংশ পুরন করবে চিন্তা চেতনা।  

গভীর অন্ধকারে  ছাদের এক কোনায় বসে মগ্ন হয়ে ভাবছো,  
জোনাকীরা উড়ছে আপন  মনে;
হঠাৎ যদি নাম ধরে ডাকে ! মনে করবে তোমার প্রিয়জন
এখনো জীবিত !

দিনের বেলায় হাজারো মানুষের ভিড়ে  খুঁজে ফিরছো তোমার
প্রিয়জনকে, ঠিক খুঁজে পাবে তোমার চোখের সামনে।

নদীর কিনারায় দাঁড়িয়ে আনমনে ঢেউ’র মাঝে খুঁজে ফিরছো
তোমার প্রিয়জনকে,
দেখবে কোন এক ঢেউ দাঁড়িয়ে বলবে এই তো আমি !

আমৃত্যু খুঁজে যাবো তোমায় প্রিয়তমা, পরিনয় ঘটবে আমাদের
অদৃশ্যলোকে,
তখন আমায় একলা ফেলে যেতে পারবেনা !

আমি আর তুমি হাওয়াই ভেসে বেড়াবো দেখবেনা কেউ,
বিরোক্ত করবেনা আমাদের.................!