অতি উৎসাহী লোক পরিবার ও সমাজে অভাব হয় না।
বুঝেও কথা বলে আবার না বুঝেও কথা বলে! আপনি
পছন্দ করেন আর নাই করেন না বলতে পারবেন না।


এরা বড় সুযোগ সন্ধানী ওঁৎ পেতে বসে থাকে সর্বত্রই
সুযোগ পেলেই কচ্ছপের মত মাথা বাহির করে।
আলোচনার বিষয় বস্তর উপর জ্ঞান না থাকলেও আপনার
কথার পয়েন্ট ধরে নিজেকে জাহির করে। স্বাধীনতার পরে
জন্ম হয়েও মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের গল্প নির্দ্ধিধায় বলে!


শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কেউ বুঝে উঠার আগে
উচ্চ শিক্ষিত হিসাবে নিজেকে প্রকাশ করে। কারন !
উপর মহলে যোগাযোগ বাহিরের বেশ ভুষা ঠাট বাটে ভরা ।
ঠিকানা থাকার পরও আপনাকে ঠিকানা বিহীন বানাতে সময়
নিবে না, কারন ওরা চতুর অতি উৎসাহী লোক ।  


প্রযুক্তি ব্যবহারে শিক্ষাগত যোগ্যতা যাচাই হয় না উপরের
চাকচিক্য দেখেই তাদের সম্মান জানাই । অতি উৎসাহী
লোক সেই সুযোগে সদ্ধ-ব্যবহার করে।
সৎ, নিঃশ্বার্থ, নিষ্টাবান, পরোপকারী লোক আজ কোনঠাসা
অতি উৎসাহী লোক পরিবার ও সমাজে অশিনী সংকেত।