দিনে দিনে বাড়ছে করোনা’র থাবা
ইতিমধ্যে কেউ হারিয়েছে তার বাবা মা
কেউ হারিয়েছে ভাই বোন, কেউ বা স্বামী
কোন ভাবেই থামানো যাচ্ছে না করোনা হানা।


হৃদয় ভরা বেদনাহত চোখ ভরা জল
প্রিয় জন চলে গেছে হারানোর দল
মাথার উপর ছিল মুরুব্বী’র আশীর্বাদের হাত
সেই হাত ও চলে গেলো, রেখে গেলো ছোঁয়া।


প্রতিদিন সকাল বেলা খবরের কাগজ পড়ি
ভয়ে ভয়ে পৃষ্ঠা উল্টায়, সৃষ্টিকর্তা কে ডাকি
প্রিয় জন চলে গেলো নাকি আতংকিত থাকি!


ইতি মধ্যে চলে গেছে অনেকে আর বা কে যাবে
ও দয়াল বল না ! কবে এ পৃথিবী বদ্‌লাবে।  


(কবিতাখানি গত ০৪.১২.২০২০ইং তারিখে করোনা র সময় লেখা)