ভাদ্র মাসের রোদের তেজ এমনিতেই চড়া
গত কয়েক দিন রাতের আকাশে মেঘ ঝড় হাওয়া
মাঝে মধ্যে বৃষ্টি হলেও এতটুকু ভ্যাপসা গরম কমেনি
দিনের আবহাওয়া ও তাপমাত্রার কোন পরিবর্তন নাই।  


ভাদ্র আর শরৎ’র আবহাওয়ার মত বাজারে ও গরম
ক্রমাগত জিনিষ পাত্রের দাম বেড়েই চলেছে
বর্হির বিশ্বে উত্তেজনায় অর্থনৈতিক মন্দার দোহায়
সুবিধা নিচ্ছে মধ্যসত্ত ভোগী ফড়িয়া গুষ্টি !


মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণী বিপদের ঘুর্ণী পাকে
রক্ত প্রবাহ চড়া বাজেটের সাথে কোন মিল নাই
হতাশ বদনে বাজার থেকে খালি থলে নিয়ে ফিরা
পরিবারের চাহিদা বর্তমানে মিটানো সম্ভব হয় না!


এখনকার সময়টা বেঁচে থাকার জন্য খাওয়া
তিন বেলা খাবার জোগাড় করা অসম্ভব হয়ে গেছে
দৈনিক ইনকামের সাথে খরচের কোন মিল নাই
এই ভাবে আর কতদিন বেঁচে থাকা................!!