বছর যায় বছর আসে স্বপ্ন থেকে যায় মনে
মধ্য বিত্তের সন্তান আমি স্বপ্ন দেখা অভ্যাস
হৃদয়ে মোরা স্বপ্ন আঁকি এটাই মোদের বদ-অভ্যাস ।


স্বপ্ন দেখতে দেখতে মধ্য বয়সে এসে দাঁড়িয়েছি
কই কোন স্বপ্ন তো পুরন হলো না............!
তবুও বার বার বেহায়ার মত নতুন করে স্বপ্ন আঁকি ।


ধনী লোকের টাকা পয়সার অভাব থাকে না
প্রতি বছর বাড়ে, সর্বহারাদের ঐ যে অভ্যাস গায়ে গতরে খাটে
মধ্য বিত্তের বদ অভ্যাস দো-টানায় মনটা ঘুরে ।


বর্তমান সময়টা চলছে আত্ম-কেন্দ্রীক যার যার তার তার
এক জন অন্য জনকে বিন্দু মাত্র ছাড় দেয় না।
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সম্পদ আর অর্থের হিসাব !


ধনী হওয়ার স্বপ্ন দেখিনা যেটা কোন দিন হবার নয়
তবে স্বপ্নে বিভোর থাকি দু-বেলা দু-মুঠো নিশ্চিন্তে খাবার
মান-সম্মান, ভদ্রতা সভ্যতা, মানবিকতা অক্ষুন্ন রাখার !