কৈশোর যৌবন আর ছাত্র জীবন ভুলবার নয়
টাটকা স্মৃতির চাদরে ঢাকা
ছাত্র জীবন শেষ হয়েছে মাত্র এক বছর
কর্মের কোন গতি হয়নি এখনও বেকার................


এ তো এক অভিশপ্ত জীবন !
কিছুই ভাল লাগেনা নিজেকে অপরাধী মনে হয়
আমার ক্লাস মেট এদিক ওদিক করে সার্টিফিকেট পেয়েছে  !
সেও এখন চাকরিজীবী মেধার ভিত্তিতে নয় টাকার জোরে
নিম্ন-বিত্ত ঘরের সন্তান আমি টাকা দেয়ার যোগ্যতা নাই।


বাবা মার ঘাড়ে বসে খাচ্ছি প্রেমিকা মুখ ফিরিয়ে নিয়েছে
পদে পদে ধিক্কার শুনতে হয় বেকারত্ব জন্য ,
এটার যে কি জ্বালা যে এই রাস্তায় আছে সেই শুধু জানে !
শিক্ষার মান এখন ভাল ছাত্রের জন্য নয়, টাকার মাপ-কাঠিতে হয় ।


যত কষ্ট হয় হউক সারা জীবন বেকার থাকলেও রাজি আছি
দুর্নীতি আর অন্যায়ের কাছে মাথা নত করবো না
সবাই আমাকে ছেড়ে গেলেও বাবা-মা ফেলে দিবে না
তাঁদের ঋণ কখনো শোধ করতে পারব না জানি............তবুও
তাঁদের আর্শিরবাদ নিয়ে জীবন যুদ্ধে লড়ে যেতে চায়।