গোয়াল পাড়ার আরাজ আলী পেশা তার ঘটকালী
পাড়ার সকল বাড়িতে যাতায়াত করে বিনা বাধাতে  
ভাল মন্দ গুছিয়ে বলে বর আর কনে র বাড়িতে  
অভিভাবকেরা দ্বিধায় পড়ে বিশ্বাস করে কথাতে !


অপুর বাপের কপাল ভাল জামাই হবে ইঞ্জিনিয়ার
জামাই দেখতে ভারী সুন্দর স্বভাব চরিত্র খুবই ভাল
এদিক সেদিক টাকা পয়সা কামায় বেতন দরকার নাই
হবু জামাই পয়সা আলা একটু আধটু নেশা ভ্যাং খায়।


আরাজ আলী’র ঘটকালী পেশায় সুনাম চারি পাশে    
সকাল বিকাল ব্যস্ত থেকে টাকা পয়সা কামাই শেষে  
ছোট খাটো গড়ন তার সর্বদা মুখে হাসি
সকল কাজের কাজী সে খাটে দিবা-নিশি!


টাকার লোভে আজর আলী গোপনে বাল্য বিবাহ দেয়
আইন বিরোধী কাজের জন্য পুলিশ ধরে নেয়
হাজত খানায় বসে আজর আলী ভাবে মনে মনে
জ্ঞান থাকতে বাল্য বিবাহ দিবে না কোন কালে।