জোনাকিরা নিভে জ্বলে অন্ধকার হয় খুশি
পথচলা পথিকের নয়ন ভরিয়া হয় সুখী।
বক করে কক কক ছোট মাছ খায়,
তাড়া দিলে ডানা মেলে উড়ে চলে যায়।
মেঘলা আকাশে ময়ূর যখন পেখম তুলে নাচে,
তাই না দেখে খোকা খুকু মনের আনন্দে হাসে।
রাখাল বাজায় বাঁশের বাঁশি গাঁয়ের পথ ধরে,
হিজল গাছে নৌকা বাঁধা বিলের ধারে মাঝি।
সূর্য ডুবো ডুব সাঁঝের বেলা অন্ধকার নেমে আসে
বাঁশের ঝোপে শিয়াল ডাকে মুরগী খাওয়ার আসে।
রাতের বেলায় উঠোনে বসে বানায় শীতের পিঠা
মনের আনন্দে মা মাসি রা ধরে গীদের সিধা।
নবান্ন র এই ধুম লেগেছে গ্রাম বাংলার ঘরে ঘরে
নতুন ধানের ফিন্নি পোলাও খাবে মজা করে।
পৌষ মাসের মেলা বসেছে সুলতান গঞ্জের হাটে,
পালা গানের আসর দেখতে সবাই মিলে বসে !
বহুরূপ বাংলা আমার বাংলা মাসে সাজে,
ঐতিহ্য ভরা বাংলা দেখে গর্ভে বুক ভাসে।