বাংলার ঐতিহ্য নকশী কাঁথা
তৈরি করে সুঁই দিয়ে এফোঁড় ও ফোঁড় করে
ধীরে ধীরে নকশী কাঁথার অপুর্ব রূপ ফুটে উঠে।


সাদা, হলুদ, সবুজ, লাল সুতা মিলে মিশে একাকার
মনের মাধুরী মিশিয়ে সুঁই ফুটিয়ে কাঁথার গতরে
মতিলাল বানু কাঁথার জমিন ফুটিয়ে তোলে !


মতিলাল বানুর মাথায় হঠাৎ চিন্তা আসে সুঁই ফুটাতে
নকশী কাঁথায় সুঁই ফুটালে কাঁথা যে দুঃখ পায়
সুঁই হাতে থমকে থাকে ভাবে মনে মনে ।


মতিলাল বানুর দুঃখ দেখে নকশী কাঁথা বলে উঠে
দুঃখ, কষ্ট, রক্তাক্ত না হলে
নতুন শিল্পের জন্ম হবে না ভাবছো কেন ভাই !


আধুনিক যুগের আধুনিকতা ভেঙ্গে চুরে সমান করা
গ্রামের বধু মাথা খাটিয়ে তৈরি করে নকশী কাঁথা
শহরের বধু টাকার বিনিময়ে ফুটানী মারে নিজের কথা।