দু’দণ্ড শান্তি দিলে না তুমি আমায়
সারাক্ষণ আতংকে বেঁচে আছি!
জীবনের গতি পথ হয়েছে উলট-পালোট
গুছিয়ে আনার সুযোগ কোথায় পায়।


বঙ্গে আমার জন্ম বটে বঙ্গে আমার বাস
লাল সবুজের পতাকা আমার জাতির অহংকার!
সবুজ শ্যামল ফসলে ভরা নীল আকাশে মাঠ
বঙ্গ আমার গর্ভে ধরে ছয় ঋতুর মাস।


সোনার বাংলায় সোনার ফসল আছে মাঠে মাঠে
ঋতু ভেদে ফসল উঠে বাংলার ঘরে ঘরে।
গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ
নদী সাগরে ইলিশ আছে মাঠে সোনালী আঁশ।


গর্ব আমার দেশকে নিয়ে মাতৃ ভাষার তরে
যুদ্ধ করে দেশ এনেছি রক্ত দিয়েছি ঢেলে।
কাঁঠাল হলো জাতীয় ফল, দোয়েল হলো পাখি,
রয়েল বেঙ্গল টাইগার দেখ সুন্দর বনে থাকে,
শাপলা ফুটে দীঘির মাঝে আমরা চেয়ে দেখি।