আজকাল মানুষ সব কিছুতে বানিজ্য খুঁজে, মায়া, মমতা,
ভালবাসার কোন দাম নাই, হাই-ওয়ের পাশ দিয়ে হেঁটে
চলেছেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে নাও পারেন,
যে কোন সময় আপনাকে গাড়ী চাপা দিতে পারে, সময়
বেঁধে দেয়া সময়ে গন্তব্যে পৌঁছাতে হবে, চাপা পড়লেও
দেখার সময় নাই!


মানুষের সাথে মানুষের প্রেম ভালবাসা টাকার বিনিময়ে হচ্ছে,
প্রকৃতির নিয়মে হওয়ার কোন সুযোগ নাই,
মেয়েরা দ্যাখে ছেলের বাপের কি আছে, আবার ছেলেরাও তাই
প্রেম ভালবাসা মুখ্য নয়;


বাবা মা সন্তান জন্ম দেয় আগে খুঁজে তার সন্তান ছেলে না
মেয়ে হবে, ছেলে হলে বুড়ো বয়সে তাদের দেখবে আর
মেয়ে হলে তার শ্বশুর বাড়ীর লোকজন মা-বাবাকে নাও
দেখার সুযোগ দিতে পারে।


বর্তমান মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়াতে চায় না
তাদের ফিগার নষ্ট হয়ে যাবে! পরিবারের সদস্যরা নিজের
স্বার্থ খুঁজে বিনা স্বার্থে কোন উপকার করতে রাজি নয়।


আজকাল রিক্সাতে মটর লাগিয়ে চলে, গরু বা মহিষ’র
গাড়ী ব্যবহার না করে লসিমন ব্যবহার করে, পোষ্ট-অফিস
ব্যবহার না করে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে, পদব্রজে না
হেঁটে বাহন ব্যবহার করে, সব জায়গাতে স্বার্থ ছাড়া চলেনা।


বর্তমান যুগের মানুষ উল্লেখিত বিষয়ে অভ্যস্থ্ হয়ে পড়েছে
আগের মত মানুষের আবেগ, প্রেম, ভালবাসা, মান-অভিমান
যেন মানব জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে ! সব কিছু যেন
কৃত্তিম বলে মনে হচ্ছে, এটাই বাস্তবতা, এটাই চলছে, আগামী
সময়ে কি হবে অপেক্ষায়....................।