অনেক ! বেশী কিছু চায়নি তোমার কাছে
অল্প একটু চাওয়া ভোরের শিশির বিন্দুর মত হাসি
পুর্ণিমার চাঁদের মত একটু ভালবাসা,
ভ্যাপসা গরমের মাঝে এক পসলা বৃষ্টি যেন প্রেমের প্রশান্তি।


সব সময় যদি তুমি অন্য কাজে ব্যস্ত থাকো তবে,
একান্তে কিভাবে ভালবাসবে আমায় !
নিত্যরাতে ঘুমায় মোরা পাশাপাশি শুয়ে
সারাদিনের ক্লান্তি তোমায় নিয়ে যায় ঘুমের রাজ্যে ।


অপেক্ষার প্রহর তোমার হাতের স্পর্শ, ঠোট আমার
অপেক্ষা করে গভীর চুম্বনে, শরীরে আসবে শিহরণ
খেলবো মোরা প্রেমের হুলি খেলা......................!
নাশিকা শব্দে স্বপ্ন ভাঙ্গে অষাঢ় ও দেহের দলা।


ছোট ছোট চাওয়া গুলো ইতিমধ্যে গলা টিপে হত্যা করেছি
স্বামীর ঘরে সর্বশরীরে বিষ বহমান,ঔঝার বীণ সঠিক বাজে না
হৃদয়ের জ্বালা হৃদয়ে পুঞ্জিভুত ! লোক লজ্জার ভয়ে কাটিয়ে
দিতে হবে বাকী জীবন।