সন্ধ্যা রাত বসন্তের বৃষ্টি ঝরছে সাথে দমকা হাওয়া
চারিদিক থেকে ধেয়ে আসছে। নারিকেল ও সুপারি
গাছ গুলো মনের আনন্দে একে অপরকে আলিঙ্গন
করছে! ঋতু রাজ বসন্তকাল।


বিজলীর ঝলকানী নীল আকাশ জুড়ে শিং মাছের মত
কিলবিল করেছে চারিদিকে আলোর প্রতিবিম্ভ চোখে
ভেসে আসছে! বারান্দার গ্রীল ধরে অবাক দৃষ্টিতে
দাঁড়িয়ে বসন্তের ভেজা ভেজা প্রেম দেখছে!


টুপটাপ বৃষ্টির শব্দ, বিজলীর গুড় গুড় শব্দ দুটোমিলে
মনের গহীনে ভালবাসার, ভাল লাগার সন্ধি গেড়ে
উঠছে, প্রকৃতির এমন রুপ এভাবে আগে দেখেনি!


ছোট নাতি অর্নঘ দাদু দাদু বলে ডাকছে, আর অবুঝ
মনে বৃষ্টির জল নিয়ে খেলছে, ফিরে যায় বাল্যকালে
হয়ত দাদুর মত আমি ঐ বয়সে এভাবে খেলা
করেছিলাম।


কেন জানি আছ আবার ছোট হতে ইচ্ছে করছে,
কেউ শুনলে হয়তো বলবে ভিমরতি রোগ হয়েছে
মানুষের বয়স হলে কি স্বপ্ন দেখতে মানা!


পলাশ আর শিমুল গাছে রক্ত জবার মত অজস্র
ফুল ফুটেছে, আম জাম কাঁঠালের গাছে ছাতার
মত ফুটেছে মুকুল, বসন্তের বৃষ্টি যেন তাদের
ভালবাসায় রাঙ্গিয়ে দিচ্ছে!


সত্যি ঋতু রাজ তুমি প্রকৃতির সাথে মানুষের
হৃদয়ের সেতু বন্ধন ভালবাসায় রাঙ্গিয়ে তুলেছো।