বাতাসের হাত ধরে আকাশের গা ছুঁয়ে
শরৎ কালের সাদা মেঘ আলতো পায়ে হাটে
রোদ পেয়ে সাদা মেঘ লুটো পুটি খেলে।


তাইনা দেখে রোদ মামা ফিক ফিক করে হাসে
আকাশের গায়ের এক কোনে, গুমড়ো মুখো  
কালো মেঘ আড়ি পেতে বসে।


গুমড়ো মুখো কালো মেঘের সঙ্গী নাই তার
সাদা মনের সাদা মেঘ হাসি হাসি ভাব
তাইনা দেখে দীঘির জলে ভালবাসায় টানে।


দীঘির জলে ফুটে আছে শাপলা শালুক ফুল
আদর দেখে সাদা মেঘ পুলকিত মন
কাশবন মন খুলে হেলে দুলে নাচে!


প্রেমিক হবে তুমি আমার, যদি সাদা মন থাকে
প্রেমিক যুগল আকাশ পানে সাদা মেঘ দেখে
মনে মনে ভাবে তারা জীবনে যদি কালো মেঘ আসে
জন্ম আমার বৃথা হবে কালো মেঘের তরে।


গুমড়ো মুখো কালো মেঘ দুরে থাকো তুমি
সাদা মেঘ সাথে থাকো ভালবাস যদি!