সুন্দর এই পৃথিবীতে অসুন্দরের খেলা
প্রকৃতির বৈরীতে মানুষ হলো ভেলা
নদীতে জল আছে প্রাণীর সন্ধান নাই
বৈঠা ছাড়া নৌকা চলে মানুষের জবান নাই।


বিদ্যুৎ চমকালে বৃষ্টি ঝরে মেঘকে আড়াল করে
ধুলি কণা আকাশে উড়ে মেঘের পিঠে চড়ে
ধরিত্রীতে জল জমে আকাশ কাঁদলে পরে
ভালবাসার ঘোড়া দৌড়ায় অষ্টাদশীর সাথে
বৃষ্টির জল গায়ে পড়ে বিশেষ অঙ্গ দোলে।


রাংগা পায়ে নুপুর বাজে ঝুমুর ঝুমুর তালে
বুকের ভিতর প্রেমের তুফান বাধা না মানে
লাল সবুজের বাংলা আমার তুমি হলে পরি
তাই তো তোমায় ভালবেসে স্বপ্ন বাংলা গড়ি!


অচিন পুরের শ্যামা তুমি সদাই সজীব থাক
অপরুপ রুপ তোমার নয়ন যায় জুড়ে
মেঠো পথে আলতো পায়ে ধুলি কণা মাখো।


বিধাতাকে কুর্নিশ জানাই জন্ম আমার বাংলায়
বাংলার মাটি বাংলার কোল যাবনা ছেড়ে কখনো
এই মাটিতে জন্ম আমার এই মাটিতে মরিতে চাই।