যারা আমায় ঘূর্ণা করতঃ
তারাই এখন সমাদর করে
খাবার টেবিলে চৌদ্দ কথা  
ভাত হয়ে যায় চালের আটা।


উঠতে বসতে বেকারত্বের জ্বালা
কেউ ভালবাসে না আমায় শালা
ভাই’র হোটেলে বসবাস আমার
আমায় ছাড়া গননায় সবাই !


প্রজাপতির পাখনা মেলে
মনের দুয়ার মনে খুলে
দখিনা বাতাসে হৃদয় দোলে
মন কেন আজ অভিসারে!


কৈশর গেল কথা শুনতে শুনতে
যৌবন গেলো অপমানে.......
যুবক আমি বড় কর্তা
সেই বাড়ীতে সকলে মানে!


হা-য়-রে-বিধি একি তোর খেলা!!