বিতর্ক চলছে মা ও ছেলের সাথে কিন্তু কি বিষয় !
দুরে থেকে বুঝলাম সংসারের টুকিটাকি বাজার নিয়ে,
বিতর্ক চরম পর্যায়ে উঠেছে নিত্য বাজার নিয়ে।


মধ্যবিত্ত পরিবারে এ যে নিত্য দিনের ঘটনা
বাজারে র আগুন ছড়িয়ে পড়েছে নিমেষে পরিবারে
ছেলের প্রতি সন্দেহের দানা বেঁধেছে মায়ের !


শীত নিবারণে ছোট লেপ হলে যা হয়;
ঠাণ্ডা নিবারণে উভয়ে টানাটানি করে নিজেকে বাঁচাতে
মনু-মালিন্য ও ফারাক তৈরি হয় উভয়ের মধ্যে !


হঠাৎ জিনিষ পত্রের দাম বৃদ্ধি বাজেট পড়েছে টান
চক্ষু লজ্জায় পারে না হাত পাততে হয় না সমাধান
রক্ত চাপ বেড়ে বুকের ভিতর রক্ত কণিকা উথাল পাথাল।


মধ্যবিত্তের আর কিছু না থাকুক আছে আত্ম-মর্যাদা আর
চরিত্র হলো টনটনে, মৃত্যু কামনা করে কিন্তু হারায় না কিছু
আয়ের পথ সংকুচিত, বেড়েছে পরিবারের খরচ,মাথায় হাত।


ধুকে ধুকে কেটে যাচ্ছে মধ্যবিত্তের দিন রাত্রি!