গরীব মানুষের দুঃখ কষ্ট
অনুভব করে না কেউ,
ধনী গরীবের দূরত্ব বুঝে
সুযোগ নেয় সেও।
মাথার ঘাম পায়ে ফেলে
পরিশ্রম করে যারা,
তাদের শ্রম ভোগ করে
ধনী লোকের ছেড়া,
গরীব মানুষের দুঃখ কষ্ট
লুকিয়ে রাখে মনে,
ধনী লোক না পাওয়ার জ্বালায়
হিংসা ধরে মনে,
ভবের দুনিয়ায় বিভেদ হয়  
ধন দৌলত দ্বারা,
মরার পরে সাড়ে তিন হাত
জায়গা পাবে তারা,
পড়ে রবে ধন দৌলত
সঙ্গে যাবে না কিছু,
তবুও তারা বিভেদ করে
মনে রাখে না কিছু।