ভাবনা,
শুরুতে করলে ভুল য়ায় না শুধরানো খেলার ছলে
বলেছিলে, আমি বাড়ীর বড় মেয়ে !
ভালবাসা বুঝিনা, আমি তোমায় পছন্দ করি।

সময় বহিয়া আসে সময়, আমরা হলাম বড়, বাড়ী
থেকে পাত্র দেখে, মনে লাগলো জড়ো, চোখের  
সামনে ভেসে আসে তোমার মুখো ছবি !

ধনী লোকের স্বভাব এমন গরীবরা হয় না মানুষ,
জীবন খানা শপে দিবো অন্য এক  অ-মানুষ !
সমাজের ঘুঁনো পোকা ধনীর দুলাল পড়া লেখায়
মন নাই, টাকার গরম দেখায়।

গতর খাটিয়ে উপর্জন নাই, বাপের টাকায় ফুটানী,
মেয়ে দেখলে লাল পড়ে করে মাস্তানী।

সিদ্ধান্ত,
কোন কিছু ভাল লাগেনা চিন্তায় মরি মরি, বাবা
মায়ের কথা শুনলে জীবন যাবে হারি।

আমায় নিয়ে ব্যবসা করে বিয়ের ফাঁদ ফেলি,একটু
আধটু নেশা করলে ইজ্জত যাবেনা চলি।

রাতে আমি আতংকে থাকি কখন যে কি হয়,
সবশেষে সিদ্ধান্ত নিলাম তোমার কাছে যাই।