সন্ধ্যা নামলেই পশু-পাখিরা নিজ গৃহে ফিরে
মানুষ ফিরে পরিবারে!
পাওয়া না পাওয়ার হিসাব ধরে সামনে!


দৈহিক মিলনে স্বর্গীয় সুখের অনুভুতির আবেশ
ক্ষুধার জ্বালায় চোখে মুখে অন্ধকার নামে
দারিদ্রের কষাঘাতে ধুকে ধুকে বেঁচে থাকা ।


চালিত জীবনে স্বপ্ন দেখা অসুখের সামিল
অনেক স্বপ্ন অনেক চাওয়া তাড়িত করে
অর্থের অভাব স্বপ্ন হয়ে উঠে দুষঃস্বপ্নে !,


ভবের দুনিয়ায় বারো রকমের মানুষের বসবাস
চেয়ে দেখি তাদের রকম সকম
হায়রে দুনিয়া অন্ধকারে সলতে বাতি আলোর কুজন।


ধরায় নিত্যদিন মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাঁচে
তবুও তারা স্বপ্ন দেখে চেতনায় থাকে বাঁচার  
দিন যায় রাত আসে জেগে উঠে নতুন সুর্য।