তোমার শরীরের ঘামের গন্ধ
আমার সারা শরীরে ছড়িয়ে আছে এখনো
তোমার নরম হাতে স্পর্শ আমার বাহুতে জলছবি এঁকে আছে
তোমার উঞ্চ-আলিঙ্গন আমার ঠোঁটে পাগল করে এখনো
স্তন যুগোলের নরম অনুভূতি হৃদয়ে বার বার নাড়া দেয়
কি করে তোমার সেই অতীত ভুলে যায় বলো।


আকাশ মেঘলা হঠাৎ বৃষ্টি নামবে এখনি
বারান্দায় হেলান দেয়া চেয়ারে বসে ভাবি
তোমার আমার অতীত সময়ের মধু ক্ষণ
ভুল বুঝাবুঝি করে ছেড়ে গেলে আমায়
কিন্তু আমি তোমায় এখনো ভুলতে পারিনি!


গুড়ি গুড়ি বৃষ্টির কণা শরীরে স্পর্শ করছে
শিহরণ জাগায় হৃদয়ে মেঘ বৃষ্টি ঝড়ো-হাওয়া
সব কিছু সেই আগের মতন আছে শুধু নাই তুমি
তোমার চেয়ার ঠিক ঐভাবে খালি পড়ে আছে
কেউ এসে দখল করেনি করার সুযোগ ও নাই।  


নির্দ্বিধায় অন্য জনের সংসার করছো !
জানি না তোমার কি আমার কথা কখনো মনে পড়ে
আমি যেমন অতীতের স্মৃতি আঁকড়ে পড়ে আছি
তোমার তো সে সুযোগ নাই সংসার স্বামী, ছেলে
সবাই কে নিয়ে নিশ্চয় বিনদাস আছে।  


তোমার জন্য শুভ কামনা রইল! হঠাৎ বিজলীর গর্জন
সব কিছু বর্তমানে এসে জড়ো হলো।