রাস্তার পার্শ্বের ট্যাপ থেকে দু’হাত দিয়ে
জল পান করছে পথিক,
প্রতিদিন এই ভাবে হাজারো পথিক পিঁপাসা মিটায়।


এই সুন্দর পৃথিবীতে নিজের স্বপ্ন চাওযা-পাওয়া
গুলো মিটানো সম্ভব হয়ে উঠে না।
পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ অর্থ কষ্টে ভুগছে
কেউ অভাবে আবার কেউ স্বভাবে।


বাস্তবে যাদের অভাব জীবন যুদ্ধে সাধনা করে বেঁচে
থাকার তাগিদে, আবার অনেকে লোভ-লালসা আর
ক্ষমতা পাওয়ার অসুস্থ্য প্রতিযোগীতায়।


আবার কেউ ভাগ্য বিধাতার প্রতি দোষারফ করে
পরিশ্রম থেকে মুক্তি পেতে চায়,
বাকীরা দুরে দাঁড়িয়ে তামাশা দেখে আনন্দ পায়,
আর মনে মনে হাসে।