বিয়ের এক বছর পর বন্ধু তুমি হলে প্রবাসী
আমি বন্ধু দেশে তুমি থাকো প্রবাসে।
রাতের বেলায় খুঁজে মরি পায়না তোমায় কাছে
তোমার চিন্তায় বালিশ ভিজে ঘুমে আসে না চোখে।


পুকুর ঘাটে নাইতে গেলে মৌমাছিরা লাইন ধরে
জলে ভিজে কোমর জুড়ায় যৌবন জ্বালা মিটেনা  
টাকা পয়সা চায়না আমি মন বসে না ঘরেতে  
বন্ধু তুমি ফিরা আসো বাড়ীতে ।


পাড়ার লোকের কথায় আমি হলাম কলংকিনী  
রসে ভরা যৌবন আমার বেঁধে রাখি কেমনে!
দুঃখ কষ্টে দিন চলে যায় রাতে জেগে থাকি  
ভালবাসার ভ্রমোর হয়ে গোপন ঘরে আইলানা ।


শিয়োরে ঘুমায় জল্লাদ শ্বাশুড়ী পৈথানে ননদীনি
জহর খেয়ে জীবন কাটায় সয়না আর শরীরে
বন্দি জীবন কাটে না বন্ধু তুমি বিহনে,
তুমি বন্ধু তাড়াতাড়ি ফিরা আসো বাড়ীতে !।