অচেনা জায়গায় বেড়াতে এসে বুক সেল্ফের প্রেমে পড়া,
এ যে এক নতুন অভিজ্ঞতা!
মনে হয় বুক সেল্ফ আমাকে প্রেম নিবেদন করছে;
তোমার বই পড়ার ইচ্ছে নেই তো কি হয়েছে,
তুমি আমাকে ভাল করে দেখ,আমার কি নাই!
আমার অলসতা দেখে, বুক সেল্ফ প্রশ্ন করে,
“দেখ আমার দেহ রূপ, যৌবন রসে টইটম্বুর!
কাছে এসে আমাকে স্পর্শ করে দেখ,
প্রাগ-ঐতিহাসিক, মধ্য যুগ ও আধুনিক যুগের সব
লেখকের বই গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদি
আমার দেহে থরে থরে সাজানো আছে।
তুমি কোনটি উপভোগ করতে চাও, বেছে নাও।
বুঝেছি অবাক হচ্ছো তো! হওয়ার কথাই
বর্তমানের ছেলে মেয়েরা বই পড়তে ভালবাসে না,
বই’র সাথে প্রেম করতে পারে না,
বই’কে বুকে আগলে রাখে না, সব কিছুকে
ওয়ান-টাইম মনে করে, প্রেম ও ভালবাসা জন্মান্তরের,  
সেই রসে ডুব দিতে পারে না।
আমাকে দেখ, আমি কালের, যুগের ও শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি।
তোমাদের ভালবাসা পাব বলে!
তোমাদের হৃদয়ের সাথে আমার হৃদয় অঙ্গাঅঙ্গি জড়িয়ে
প্রেম করব বলে।
আমি পুরাতন তা ঠিক আছে কিন্তু আমার রূপ, যৌবন,
যৌবনের রস ভালবাসার আবেগ এতটুকু কমে যায়নি,
আমাকে একবার কাছে টেনে নাও,
আমার ভিতর-বাহির উল্টে-পাল্টে দেখ
তোমাকে আমার প্রেমে পড়তেই হবে, ভাল না বেসে পারবে না,
হলফ করে বলতে পারি !!