হাসতে মানা যদি হাসার কোন বিষয় থাকে
কাঁদতে মানা যদি কাঁদার কোন বিষয় থাকে
কষ্ট পেতে মানা যদি কোন কষ্টের বিষয় থাকে !


হাসি আর কাঁন্না ভাল আর মন্দ মিশেলে মানুষ
এটা কি কেউ এখন আর মানে !  
প্রেম ভালবাসা চাওয়া-পাওয়া এখন ক্ষনিকের
স্থায়ী কোন বিষয় নয় দ্রুত মন থেকে মুছে যায় ।


মার্তৃত্বের ভালবাসা প্রেমিকের আদর ভাই-বোনের ভালবাসা
কেউ আর উজাড় করে ভালবাসে না, স্বার্থ লুকিয়ে থাকে
স্বার্থের ব্যাঘাত ঘটলেই প্রকাশ পায়,
তবে কেন আমরা মানুষ সৃষ্টির সেরা জীব!


সমাজের চোখ বড়ই নিষ্টুর কখনো মিথ্যা দেখে না
স্বার্থ আর সংঘাত সময়ের পরিক্রমায় সকলের সমানে আসে
কৃত কর্মের জন্য আর কিছুই করার থাকে না।