পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে,
ফুটেছে মনের ফুল, বসন্ত আমায়
পাগল করেছে হয়েছি মশগুল।


পাঁপড়ির আবিরে প্রজাপতি বসে শুষে
নেয় মধু, মৌমাছিরা গুন গুন করে,
সঙ্গমে পরাগ রেণু।


বসন্ত বিলাসে হিমেল হাওয়া জড়িয়ে
তোমার গায়, প্রেমের পরশ অঙ্গে মেখে
চিবুকের দিকে ধায়।


তপ্ত শরীরে বৃষ্টির আমন্ত্রণ মনের দুয়ার
খোলা, দেহের দেউড়ীতে বেড়াতে
এসো, মোরা করিব খেলা।


বসন্ত মাসে পথ চেয়ে থাকি তোমার
আগমনে, জড়িয়ে আমায় নিয়ো গো
মোরে, আশিক মন ভরে।