ঋতু বৈচিত্রের সাথে মানুষের মনে বৈচিত্র আনে
হৈচৈ শেষ হয়ে গেল রাত্রি বেজে এগারটায়  
গত কয়েক দিন আনন্দের মাঝে কেটে গেল বেলা
বসন্তের আমেজ যেন পূর্ণতা পেল আমার ঘরে।


দিনের শেষে সুর্য যেমন সন্ধ্যার মোড়কে হারায়
নিরবতা নেমে আসে কোলাহল শেষে
নিদ্রার কোলে নিজেকে সঁপে অজানা দিগন্তে ।


অন্তর দোলে ফাগুন হাওয়ায় ক্ষণে ক্ষণে
প্রেমের আগুনে নিজকে পোড়ায় হাসি মুখে
বসন্ত আসে বসন্ত যায় রয়ে যায় ভালবাসা।


বসন্ত বেলা বিদায় নেয় জেগে থাকে স্মৃতির ভেলা
প্রকৃতির প্রেম নীরবতায় খেলে খেলাঘর শেষে।