তোমার মৃত দেহ কাঁধে তুলে নিতে হলো আমায়
হে বন্ধু! ফাঁকি দিয়ে চলে গেলে অজানা দেশে,
জীবনের অগ্রিম পরিকল্পনা রেখে গেলে ধরায়
তুমি নাই তোমার পরিকল্পনা গুরুত্বহীন হয়ে গেল
তুমি ছিলে তোমার মহামুল্যবান পরিকল্পনা বেঁচে ছিল।


বন্ধু তোমার রেখে যাওয়া বংশধর বেড়ে উঠবে অনাদরে,
অনাহারে, লাঞ্ছনায় ও অভিভাবক হীন।
দিব্য চোখে অবলোকন করছি! তোমার কিছু করার নাই।
বিধির নিয়মে অনেক আগেই চলে গেলে,
ধরে রাখার কোন পথ ছিল না আমার।
সকলে বেদনা-বিধুর, মর্মাহত, স্মৃতির পৃষ্ঠা উল্‌টায়,
দিনের পরিবর্তনে, কালের গর্ভে হারিয়ে যাবে তুমি!


আজ নিজেকে বড় অসহায় লাগছে, দূরত্ব বাড়ছে মানুষে
মানুষে, ঘনিষ্ঠতা, ভালবাসা, প্রেম যেন অতিমারি লক-
ডাউনের বাক্সে বন্দি। ক্ষুধা দারিদ্র বিচলিত করছে আমায়।


জীবনের ঘড়ির দম হঠাৎ ফুরিয়ে গেল, বন্ধু তোমাকে
করোনার ভয়াবহ তা ছুঁতে পারবে না আর, তোমাকে দেখতে
হবেনা প্রতিদিনের মৃত্যুর আর্তনাদ, বেঁচে থাকার কষ্টের যন্ত্রনা!
নিশ্চিন্তে বন্ধু তুমি ঘুমাও।  


(করোনার মহামারীর সময় ০৪.০৭.২১ ইং তারিখে লেখা)