কি হে বন্ধু, এতদিন পর
উদয় হলে আবার!
যেীবনের উদ্মাদনা নিয়ন্ত্রন নাহি
করেছো, বল্গাহীন জীবন।


যৌবনের ভাটায় তরী ভিড়ে ঘাটে
মাঝি মাল্লার খোঁজ নাই,
অন্তর-দহনে ফেলে আসা দিন
ফিরবেনা আর শত চেষ্টায়।


দাম্ভিকতা, উদ্যত্ব আচরন, আত্ম-অহমিকা
ছিল তোমার চলনে বলনে,
নতজানু হয়ে কুন্ঠিত বদনে, প্রেম ভিক্ষা
চাও মধ্য গগনে!


ফসলের মাঠ শুকিয়ে আজ হয়েছে চৌচির,
ফটিক জলের অপেক্ষায় কেটেছে সময়, দিন
ও বছর। হৃদয়ের ঢেউ ম্লাণ হয়েছে আজ।


পিছনে ফিরে যাওয়ার পথ তো আর
নাই।