বর্গীরা সব বাংলা ছেড়ে গেছে সত্যি ! কিন্ত রেখে গেছে
তাদের দোষর, পৃথিবীর মানুষ গুলো কেমন যেন অস্থ্যির !
অসুস্থ্য প্রতিযোগীতায় ডুবেই আছে।


প্রেম-বিরহ, ভাললাগা, ভালবাসা, চাওয়া-পাওয়া সকল
ক্ষেত্রে প্রতিযোগীতা চলমান, বর্তমান সময়ে কেউ
নিজের প্রতি সন্তষ্ট নয় আর একটু হলে ভাল হতো।


আমি যদি তোমাদের জলসায় না আসি, খুব কি অসুবিধা
হবে ! ঝরে পড়া গোলাপের পাঁপড়ির মত ফেলে দিও,
যদি অসহ্য লাগে।


সুর্যমুখী নিঃশ্বার্থ ছড়িয়ে রাখে নিজের আবির সুর্যর সাথে
তার খুঁনসুটি, মৌমাছিরা করে আলিঙ্গন প্রজাপতিরা  
ফিরে ফুলে ফুলে।


বিবেক ভাঙ্গনের শব্দ শুনি কান পেতে, উথলে উঠে
হৃদয়ের আবেগ, বাধাহীন স্রোত জানিনা কবে
মানুষের মতিভ্রম সঠিক হবে। সময়ের অপেক্ষা।