তুমি না থাকলে হয়তো বাংলাদেশ হতো না
তুমি একটি নাম, একটি দেশ, একটি পতাকা
তোমার ভাষণ বাংলার জনগনের রক্তের তেজ
তোমার ভাষণ একটা সংস্কৃতি.......!


তোমার ভাষণ বাংলার জনগনের আকুতি
তোমার ভাষণ গাছপালা, পশুপাখি, আকাশ
বাতাস, স্বর্গ মর্তে তুফান তুলে ছিল, দেশের জন্য
পতাকার জন্য, স্বাধীন ভু-খন্ডের জন্য ।


পাকিস্থানের দোষরা তোমাকে তোমার পরিবার কে
হত্যা করেছিল বাংলাদেশকে আগের স্থানে নিতে
কিন্ত পারেনি, তোমার ভাষন তোমার বজ্রকন্ঠ আজও
চারিদিকে ধ্বনিত, কেউ দামিয়ে রাখতে পারেনি ।


১৬ই ডিসেম্বর এলে সকলে উন্মাদ হয়, পাগল হয়
শক্র পক্ষ তোমার ভাষণে তোমার ছবিতে কু-দৃষ্টি দেয়
ওরা জানে না তুমি আমাদের পিতা, দেশ আমাদের
মা, দেহে যতক্ষণ প্রাণ আছে ততোক্ষণ পিছপা হব না।  
শপথ নিলাম আবারো ১৬ই ডিসেম্বর-এ বিজয় দিবসে।