বাড়ীর চিলে কোঠার ছোট ঘরে বসা
দরজার বাহিরে খোলা আকাশ,
পড়ন্ত বিকেল ঘনো কালো মেঘের ছায়া
চারিদিকে অন্ধকার ঘিরে ধরেছে!


চোখে মুখে বিষন্নতার ভাব চলছিল
কাউকে বলাব কেউ নাই,
মেঘলা আকাশ আর মেঘ কে প্রশ্ন করি
তোমরাও কি আমার মত কষ্টে আছো!


উত্তর পাওয়ার আগেই আকাশ থেকে
মুষল ধারে বৃষ্টি পড়ছে ছাদে,
বৃষ্টি পড়ার শব্দ আর জলের কনা উদোম
শরীরে আলিঙ্গন করছে আমায়!


সারা ছাদ ময় ক্যাকটাস, বেলি আর গাঁদা ফুলের
টবে বরিষণে ধারা অবগাহন করছে,
সাজানো বাগান বৃষ্টির জলে জলকেলি খেলছে
মন হারিয়ে যায় অতীতের ভালবাসায়।


মাধবী আজও ভুলতে পারিনি তোমায়,
অভিমান করে না ফেরার দেশে চলে গেলে
স্মৃতি নিয়ে সেই চিলে কোটার ঘরে অপেক্ষায়,
তুমি আসবে বলে!


(কবিতাটি গত ১৫.০৬.২১ইং তারিখে লেখা)