প্রজাপতি প্রজাপতি কেমন তোমার নাচা নাচি
ঝর্ণা ধারায় বইছে জলের ঢল।
এদিক সেদিক ছুটাছুটি কারন কি তা বল ?
তোমার গায়ের অনেক রং লাগছে ভারী ভাল
নীল আকাশে রংধনু থেকে ধার করেছো বুঝি !


কোন তুলিতে রং করেছ তোমার অমন রঙ্গিন ডানায়
বুঝেছি বলতে তোমার মানা।
আমার মনে হয়েছে রংধনু থেকে আনা
তোমার ডানায় কালো দাগ মেঘ থেকে আনা।
বলবে না তো আমায় তোমার সাথে দিলাম আড়ি
চুপি চুপি যাবো তোমার বাড়ী।


বেলী ফুলের সাদা রং-এ নামবে যখন ভোর
আমায় দেখে তোমার মা বন্ধ করবে দোর।
আমি কিন্তু দস্যি ছেলে, মুখ বাড়িয়ে দেখবো বলে
তোমার গায়ের রং’র খবর আনব ঠিক তুলে
যখন তুমি উড়বে ফুলে ফুলে
ঢের হয়েছে বাপু, রাখ তোমার ঢং
এবার বল ছবি আঁকার রং।