চোখ বন্ধ করলেই নিজেকে নিয়ে ভয়
চোখ বন্ধ করলেই ভূতের ভয়
চোখ বন্ধ করলেই অন্তর দহন
চোখ বন্ধ করলেই আতংক তাড়া করে।


আতংক আমাকে আঁষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে
শরীরের হাড় মাংস খেয়ে কংকাল করেছে
যৌবনের রস টুকু চুষে খেয়ে ফেলেছে মানুষেরা।


স্বপ্ন আমাকে তাড়িত করে
মরীচিকা আমাকে তাড়িত করে
আবেগ আমাকে তাড়িত করে
অ-মানুষেরা আমাকে তাড়িত করে
মননের কংকালে!


অবশেষে নিজস্ব তা বলে কিছুই রইল না
ফষিল হয়ে স্মৃতি টুকু ধাওয়া করে পিছু পিছু
আতংকে থাকি সারাক্ষণ!