উনুনে ফুটন্ত জল উথাল পাথাল করে
মনের ক্ষোভ তেমনি ;
অন্যায় করে বীরত্ব দেখায়
শালিনতা একটু ও শেখেনি
নের্তৃত্ব এখন মেনু বিড়াল
শিকার করতে জানেনি !
গঙ্গা প্রবাহে ভাসিয়েছে গা
যে যাই বলুক ক্ষমতায় টিকা থাকা !