হৃদয় ভরে তাকিয়ে থাকি আমার বধূর পানে
প্রাণ থাকে নিজের মাঝে ধ্যান থাকে মনে
কর্ম-ব্যস্ত বধূ আমার পরনে আট-পৌড়ে শাড়ি  
ঘর্মাক্ত রাঙ্গা বদন লাগছে পুর্নিমার খনি!


বেয়াড়া চুলের গাছি দেখ মুখে নেমে আসে
পিছন থেকে দেহের ভাঁজে পুলক জাগে মনে
ভরাট বুকের দেহ খানি বোঠির উপর বাঁকে
বোঠির কাজের ফাকে ফাকে চুলকে শাসন করে!


রান্না ঘরে সুবাস ছড়ায় তরকারী র মৌ মৌ গন্ধে
ছেলে আমার চাল ধুয়ে দেয় মাকে সাহায্য করে
হাতের কাছে বাসন না পেলে মাথা গরম করে!


বধূর পতি বাটনা বাটে সীল পাটা দিয়া
বাটনা শেষে বাসুন মাজে কল তলায় গিয়া
ছুটির দিনে রন্ধন শালার রান্নার পড়ে ধুম
মেহমান জন বাড়িতে এলে হেসে হয় খুন !


ডাইনিং টেবিলে সবাই বসে খাবার অপেক্ষায়
বঁধু আমার গোসল খানায় বাড়ায় ক্ষুধার জ্বালা
মুচকি হেসে বঁধু আমার ডাইনিং টেবিলে বসে
সবাই মিলে আনন্দ করে খাওয়ার ধুম পড়ে !