চর নে চরন মিলিয়া কত ঘুরেছি মোরা দু’জনে
অতীতের ক্যানভাসে এঁকে রেখেছি ততো !
সময়ের সাথে হারিয়েছে স্মৃতি মনে পড়ে যত
বেদনার স্মৃতি কণা ফিরে আসে বার বার
তুমি নাই সাথে হৃদয় হয়েছে ছার খার।


বালুকা বেলায় নদীর তীরে সূর্য ডোবার আগে
গোধুলী লগ্নে ফিরেছি মোরা হাত ধরাধরি করে  
বাস্তবতার যাতা কলে পড়ে হাবুডুবু খাচ্ছি শতবার
তুমি যে অন্য জনের ঘরে মনে রাখবে কেন আর।


বাস্তবে পাবনা কাছে ঠিক বসে আছো মনের কোনে
ভালবাসার তুষের আগুন ধিকি ধিকি জ্বলে
বিষাদের জ্বালা মনের প্রীতি ভালবাসার আঙিনায়
ধরা নাহি দিবে মন যে করে হায় হায়।


সময় চলে গেছে অনেক পিছনে রয়েছে সুখ স্মৃতি
স্মৃতির আয়নায় ঘুরে ফিরে আস একলা মনের বাতি
আলো জ্বেলে অন্ধকারে বসে আছি কিসের আশায়
মন যে আমার কুহু ডাকে শূন্য হৃদয়ের আঙিনায়।