চুম্বক টানে লোহার গুড়া, নারী টানে নরকে,
বস্তুকে টানে নিচের দিকে মাধ্যাকর্ষণ জনিত তরণে।


তোমার প্রেমে মজনু পাগল দেবদাসকে স্মরণে,
হৃদয়ের ভিতর চড়ুই পাখি বাসা খোজায় মননে,
তোমার প্রেমে আমি পাগল বালিশ টানে বিছানে।


চোখের ভিতর চোখের দেখা হৃদয় থাকে দুরে,
ভালবাসার আবেগ টুকু বক্ষে ধারণ করে
দুরে গেলে কাছে টানে কাছে এলে দুরে
ভালবাসার নাগর দোলায় দুলছি হেলে দুলে।


ভালবাসার অন্তর দহন বন্ধ কপাট ঘরে
দেখা যায়না বুঝা যায়না অনুভব করে মনে
প্রেমের বন্ধন কামনায় ভরা পরাগায়নের কাছে।


নারীর চরিত্র বড়ই জটিল সহজে যায় না বুঝা
গবেষণার পর গবেষণা করে পায়নি কোন ফল।
বংশ বিস্তার নারীর গহ্বরে তোমার আমার কোথায়
এসো ভেবে দেখা দরকার।