শরৎ আমার ছেলে বেলা নিহোর ভরা ঘাসে
খালি পাঁয়ে ঘাসের উপর পাঁয়ের ছাপ ভাসে
শিউলী ফুল কুড়াতাম মোরা সকলে মিলে!


মনে পড়ে ছেলে বেলা মিনু আমার প্রাণের দোলা
শিউলী ফুলের মালা গেঁথে পরাতাম মিনুর গলে!
ফুলের গন্ধে সুবাশ ছড়াতো শিশির ভেজা উঠানে
কেমন করে ফিরে যাবো ছেলে বেলার কো্লে !


সে যে আমার ছেলে বেলার মিষ্টি ছড়ার মেঘ
সে যে আমার দুপুর বেলার না ঘুমানোর রেশ
শরৎ সে তো বিকেল বেলা নীল আকাশে সাদা ভেলা
রাতের বেলায় ভরা জোৎন্সা নদীর জলে হাসে।


বালুর চরে পায়ে হাটা সামনে গেলে পিছনে আসা
পদ্মার পাড়ে জোৎন্সা রাতে জেলেরা ইলিশ ধরে
রাতের ঘুম বটের নীচে চোখ ঘুমায় মন জাগে
শরৎ সে তো কাশ বনে হাওয়া লেগে হেলে দুলে !  


স্মরণ করি ছেলে বেলা হাতড়ে খুঁজি আনন্দ মেলা
শরৎ খুঁজি আকাশ পানে সে থাকে প্রকৃতির মাঝে  
লেখার টানে কাব্য-প্রেমিক শরৎকাল রাখে মনে
প্রকৃতির বৈরী ভাব ঋতুর ভিতর ঋতুর প্রভাব !