ছোট্ট দাদু ল্যাংটা দাদু, দাঁড়িয়ে ওখানে কে !
দুর থেকে খোঁচায় তারে তাক ধিনা ধিন ধে,
ব্যাঙ‘রা সব লাফায় হেথা, বিড়াল ডাকে মিঁউ,
কাঠ-বিড়ালী দৌড়িয়ে যায়, কুকুর ডাকে ঘেউ ।

প্রজাপতি উড়ছে বসছে বাগান বিলাশ ফুলে
তাইনা দেখে ল্যাংটা দাদু হাসে খিল খিলিয়ে ।
দাদু বলে ল্যাংটা দাদু, প্যান্ট টি তোমার কোথায়,
দুরে দাঁড়িয়ে দাদি বলে, প্যান্ট যে তোমার এথায় ।

দাদু-নাতি খেলায় মত্ত, দাদির মেজাজ খাট্টা, ছোট
বেলার অভ্যাস টাকে তাড়িয়ে বেড়ায় একটা ।
দাদির মন বেজায় খারাপ নাতি নাই কাছে,
সকল মজার একটা মজা ল্যাংটা দাদুর কাছে।

দাদু-নাতি খেপায় তারে, চকিতে মন আপন ভরে,
দাদু ভাবে দাদির কথা, দাদি ভাবে নাতির কথা
সুযোগ বুঝে বায়না ধরে, পলিয়ে যায় কোথা !

নাতি যখন বড় হবে ভুলে যাবে আমারে  
নাতির মায়া ছেড়ে তখন থাকব আমি কেমনে !
সামনের কথা মনে হলে ক্ষরণ হয় দিলেতে।