আমি বলে তোমার সাথে এতদিন ঘর-সংসার করলাম
অন্য কেউ হলে এতদিনে অনেক আগেই.......
আমার সাথে তোমার বিয়ে না হলে তোমার অন্তত
পাঁচ বার বিয়ে হয়ে যেত, তোমার কপাল ভাল ।


উপরের বাক্য গুলি দাম্পত্য জীবনের সাধারন উক্তি
হঠাৎ স্ত্রীর প্রশ্ন দাম্পত্য বলতে কি বুঝায় !
তুমি কি জান! মনে হয় এইটুকু জ্ঞান তোমার নাই।


এধরনের টক-ঝাল-মিষ্টি বাক্যের সমারহ দাম্পত্য জীবনে
যেমন ড্রইং রুমের চকচকে কার্পেটের নীচে ধুলার আস্তরণ
দাম্পত্য জীবন কখনো কখনো এরূপ ধারন করে!


দাম্পত্য জীবনে সব সময় পারিবারিক ও সামাজিক চাপ থাকে
যা কখনো অস্বীকার করা যায় না!
আত্বীয় স্বজনেরন মধ্যে কিছু লোক থাকে ধাক্কা দিয়ে
দাম্পত্য কলহের গর্তে ফেলে দিয়ে দুর..........
থেকে তামশা দেখে আর মজা লুটে!


দাম্পত্য জীবনের সবচেয়ে বড় বন্ধন বন্ধুত্বের বন্ধন
একে-অপরের প্রতি অগাধ বিশ্বাস, সহমর্মিতা, সহবত
সহনশীল মানুষিকতা দাম্পত্য জীবনকে সুদৃঢ় করে
এ যে প্রেম-ভালবাসার চাষযোগ্য স্থল, ভালবাসি!