লাশ হয়ে দাঁড়িয়ে তুমি
হিংস্র জন্তুর মাঝে,
নিরন্তর নিজেকে বাঁচিয়ে চলা
পিচাশ, হায়ানাদের কাজে
বাধার মাঝে বাধার চাদর
জাপটে ধরে তোমায়,
বাধ্য হয়ে উলোংগ হলে
খসে পড়লো সম্ভ্রমের চাদর
ছিঁড়ে কুটে ধর্ষণ করল
তোমার অন্দর মহলের কুঠি র
আষাঢ় দেহ ভুবনে পড়ে আছে
বুকে তোমার নোংরা পদ চিহ্নের ছাপ
নর পশুরা উল্লাসে মেতেছে
তোমার দেহের স্বাদে।
স্ব-যত্নে রেখেছিলে তুমি
চিলে কোঠা র ঘর,
কার্ফু ভেঙ্গে জোর করে দখল করলো
তোমার চিলে কোঠা র ঘর,
দলে দলে প্রবেশ করল নর-পিচাশ,
অ-মানুষের শিবির।
যত্নে রেখে ছিলে মাতৃভূমির
পতিত জমি সাবধানে,
দমকা হাওয়ায় লন্ড ভণ্ড জমি
বয়ে বেড়াচ্ছি আজীবন।