মধ্যরাতে বৃষ্টির শব্দে ঘুম ভাঙ্গে
দেখি বরিষনের ধারা,
টিনের চালে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সপ্তম সুরে বাজে,
মনের হরষে বাতায়ন খুলে মন ছুটে
অজানা দুরে,
নিশুতি রাতের বিজলীর ঝলকানি
হৃদয়ে বিহঙ্গ তুলে,
সখি র কমল দু’হাতে ভালবাসার ছুঁয়া
অলিন্দ হৃদয়ে,
উঠোনে পানির ঢেউ জলকেলি খেলে
ভুবন করে ছলা কলা,
ওগো বরিষণ হৃদয়ে কাঁপন মায়ায় জড়ালে
বৃষ্টি স্নাত রাতের রূপ দেখিনি তো
আমি আগে।