তিমির মাঝে হাতড়ে বেড়াও জীবন চলার পথ
একি জীবন! নাকি রেখা পথ ?
বিন্দু থেকে বৃত্তের সৃষ্টি অবশেষে একা!


বৃত্ত থেকে বেরিয়ে দেখ সামনে সবই ফাঁকা
আলোর রেখা চোখে মুখে অবশেষে ভুবনে
পাথারের মাঝে পথ হারিয়ে পথকে খুঁজো বারবার
শুন্যে তুমি ছিলে একা, শুন্যে যাবে ফিরে একা!


ধরার মাঝে বিকশিত চৈতন্য ফিরে পরে
দায়িত্ব থেকে দায়িত্ববোধ আসে ধীরে ধীরে  
মানুষ নামের জীব তুমি মনষ্যত্বের খলোসে
জীবের সেবা করবো তুমি গোপনে চুপি সারে।


জীবন নামের নৌকা খানি গুন ধরে টানা-টানি
বিলীন হবার পুর্বে তোমার ভেবে দেখ শতবার!
অন্তর-আত্মার অন্তর ধ্যান সামাল দিবে মহাজন
হিসাব কষো পাবার আশায় সবই যাবে বিফলে!


আজকে মরলে কালকে দুই দিন,
ধরার মাঝে ফিরবে না আর কোন দিন !!