মনটা ভাল নেই বিভিন্ন কারণে
মনেরই বা দোষ কি!
কর্ম ক্ষেত্রে দায়িত্বের সাধনা করি
ভাল লাগায় ভালবাসার আনন্দ খুঁজি।


যৌবনের রস ঢেলে দিয়েছি কাজে
স্বপ্নের বিলাস সাজিয়েছি তোমায় সকলে তা জানে!
মধুময় হতো উভয়ের চাহনি সন্ধিক্ষণের কালে!
পরিণতি ঘটে হাতে হাত রেখে।


মধ্য বয়সে খুঁজে ফিরি যৌবনের উন্মাদনা
মেখেছি গায় তোমার আমার সাধনা।
তোমার চাওয়ায় চেয়েছি আমি সারাক্ষণ।


দক্ষিনের বাতাস অবগাহন করি হাতে হাত রেখে
নীল আকাশ ডাকে আমায় মেঘের চাদর ধরে।


মেঘের সাথে আকাশের ভাব চলে সারাক্ষণ
ধরার মাঝে আমরা দু’জন সাক্ষী হবে বাতাস,
ছড়িয়ে দিব আলোক রশ্মি করব হাওয়ায় বাস।