মধ্য রাতে মোবাইলের রিং বাজে বার বার
অজানা ভয় তাড়া করে তন্দ্রা ঘুমের পর
তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মোবাইলের উপর
সারা দিনের ক্লান্তি দেহে অচেতন ঘুম
কোন এক রমণী ভালবাসার আমন্ত্রণ!


কে তুমি! পাগল প্রেমিক, তোমার চোখে ঘুম নাই
বিরক্ত করো রাতে,
ডিজিটালের যুগে রাতে ঘুমাও একি কখনো হয়,
ভালবাসার পিয়াসী আমি কথা বলতে চাই   ?


সারা দিনের ক্লান্তি আমার দেহে,
জেগে থাকার উপায় নাই বলছি তোমায় !
আমি সুন্দরী ললনা, তবু ও তুমি কথা বলবে না
বাস্তবে কি তা হয় !


দিনের বেলায় বলবো কথা যদি সময় পাই,
তাতো আমার সম্ভব নয় ঘুমিয়ে থাকি দিনে
অন-লাইনে বিয়ে করেছি বার বছর আগে
স্বামী আমার বিদেশে থাকে এটুকু জানি !


বর্তমান যুগে ইথারে কথা হয়, দেখাও হয়,
ছুঁয়ে দেখা নাই একি কোন কথা
ভালোবাসা হৃদয়ে আমার বিলাবো কোথা !


ইথারে কথা দেখা হয় ভরে না যে মন
দেহ আমার উথাল পাথাল কি করি এখন
সবাই জানে বিবাহিতা আমি জানিনা বিয়ের স্বাদ
জমিন আমার পতিত রয়ে গেল কে করবে চাষ।