সুখের সঙ্গে দুঃখের বাস মনের গহ্বরে
কৃষ্ণকলি বলে তারে গায়ের রং কালো বলে
দেহের গড়ন সেক্সি তার চেহারা ভারী সুন্দর!
মনের মাঝে কৃষ্ণ আমার কলির খোঁজ জানে!


কালো খুঁজে অন্ধকারে রাতের তারার মাঝে
পুব আকাশে সুর্য উঠে রাতের আঁধার কেটে
আলোর এত কদর কেন আঁধার আছে বলে
কৃষ্ণকলি অন্ধকারে গায়ের রং খুঁজে!


রাতের কালোর মিলন ঘটে দিনের অপেক্ষায়
ভাল–মন্দের হিসাব কষে বহিরাবরন দেখে।
চোখ বন্ধ অন্ধকারে সঠিক পথ খোঁজে
দুর থেকে আযান ধ্বনী কানে ভেসে আসে।


প্রজাপতির জন্ম হয় সোঁয়া পোকা থেকে
মায়ের পেটে শিশুর জন্ম আলোর পথ চেয়ে
অন্ধকারে ধাবিত শিশু পরিবেশের চাপে
অন্তর–আত্বার আলোর রেখা গুমরে শুধু মরে!


কৃষ্ণকলি আলোর কলি কালোর সাথে থাকে
সমাজ এখন সামনের দিকে পিছনের পথ খুঁজে।