তুমি আসবে বলে মধ্যরাত পর্যন্ত জেগে থাকা
আসবে ! হারিকেন রূপে নাকি জলোচ্ছ্বাস রূপে,
জানিনা, কতক্ষণ চলবে তোমার তাণ্ডবলীলা
ঘুট্‌ঘুটে অন্ধকার, দুরু দুরু বুকে, অশ্বিনী সংকেত,  
মৃত্যুর পরোয়ানা নিয়ে আতংকিত আছি মোরা।


রেডিও, টেলিভিশন, খবরের কাগজে তোমার লীলা
বর্ণনায় পঞ্চ মুখ সকলে, দক্ষিণ বঙ্গের বসবাসকারী
ধ্বংস লীলা তুমি, বাঁচার আশায় গৃহস্থালি সব ফেলে  
আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে, ।


জানি! তুমি খুশি হও তোমার কৃত কর্মে, কিন্তু মানুষ রূপী
আমরা মৃত্যুর প্রহর গুনি ক্ষণে ক্ষণে, বাঁচা মরার মধ্যখানে,
তোমাকে থামাবার কেউ নেই, তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ !


মাত্র মিনিট দশ কালী রূপী রুদ্র ধারণ করে সবকিছু ওলোট
পালোট করে রেখে গেলে তোমার পদচিহ্ন,ভাসিয়ে নিয়ে
গেলে বুকের ধন, অসংখ্য পশু-পাখি, গাছপালা। কষ্টের স্মৃতি
বয়ে বেড়ায় ভুক্তভোগীরা, সান্ত্বনা দেয় কিছু লোক,সময়ের
পরিবর্তনে ভুলে যায় সবাই, ভোগে ভুক্তভোগীরা।

তোমার আগমনের খবর ফি-বছর অপেক্ষায় থাকি !
জীবনকে হাতে নিয়ে, মৃত্যু আর ধ্বংসের আশংকায়,
তবুও বসবাস করি ভবিষ্যৎ’র আশায়।


( কবিতাটি গত ০৮.০৭.২১ ইং তারিখ লেখা)