আমি তো কোনো প্রতিবাদ করতে চায়নি
যে অরাজকতা বিরাজ করছে দেখেও দেখি না
দেখে লাভ কি ? নির্যাতিতা কি সঠিক বিচার পাচ্ছে
সময় টা এমনই চলছে জোর যার মুল্লুক তার।


মুখোশ পরা মানুষের মাঝে আসল মানুষ কই
যাকে বিশ্বাস করে হাত বাড়ায় স্বার্থ থাকে আড়ালে
নিজের স্বার্থ সিদ্ধি হলে ছুড়ে ফেলে দুরে !
বহিরাবরণ দেখে চেনা বড় দায়,
তবে চেনার উপায় কি ?


সময় যায় সময় আসে থেকে যায় বেদনার স্মৃতি
যারা ভুক্তভোগী তারাই শুধু জানে অন্যরা নয়
মানুষের ভিড়ে কে ভাল কে মন্দ বুঝার উপায় নাই
ভাল মানুষের মুখোশ পরে মিশে আছে সাধার নে ।