ইচ্ছা টা হউক ইচ্ছাটর মতন
লল্ফো দিয়ে গাছে উঠা,
হঠাৎ করে পা পিছলে, পড়ে
গিয়ে কোমর ভাঙ্গা।

উঠতে গেলে লাঠি সম্বল, বসতে
গেলে মানুষ সম্বল, শুতে গেলে লাগে
কম্বল, এপাশ ওপাশ করতে পারে না
জীবনটাই হয় অম্বল।

ইচ্ছে ঘুড়ি মুন যে কানা, কি পারি
আর কি পারিনা, সেটাই তো মোর
নাইকো জানা!
চোখের ইচ্ছায় পাগল পারা, মনকে
বুঝাই কি!

ওজন না দেখে যোজন মাপি, নিজের
ওজন দেই ফাঁকি,
ইচ্ছে ওজন বেজায় ভারী, যোজন
করে মন ভারী।

ভালবাসতে ইচ্ছে করে, বলতে গেলে
লজ্জা ভারী, পাখি হতে ইচ্ছে করে, উড়ে
গিয়ে মাথায় বসি।
ভালবাসি বলবো নাকি, ইচ্ছে গুলো
দেয় ফাঁকি।